সারাদেশ

কুমিল্লা জেলা পুলিশের সাফল্য,বিভিন্ন মামলায় ১৪শজন গ্রেপ্তার, মাদক, অস্ত্র-গুলি উদ্ধার

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা:- কুমিল্লায় পুলিশ গত এক মাসে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১৩শ ৮২ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে ডিবি পুলিশ সহ জেলা পুলিশ ১টি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলা ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টুতে-৪শ ২৬ জন, ডাকাত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ ৮০১ কেজি গাজা, ৪৫ হাজার ফিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক আটক করেছে।

এছাড়া মাদক পরিবহন কাজে নিয়োজিত দুটি পিক আপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি জব্দ করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও কৃষকের আটটি গরু উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল সহ ৪ টি পিস্তল, ৪টি এলজি,১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, জনগণের জানমালের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে এই অভিযান আরো জোরদার করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,