সারাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি আটক।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলাকারী ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাশকে আটক করেছে কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ি পুলিশ।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এসআই লিটন তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আটক করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে।

আটকের বিষয়ে এসআই লিটন বলেন, তাকে আটক করা হয়েছে। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে ২০১৬ সালের ১ আগস্ট নিহত খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি তিনি। ১৬৪ ধারায় তিনি জবানবন্দিও দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থী মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং