কুমিল্লা – ৬ আসনে হাজী ইয়াছিনই তরুণদের আস্থা
হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লা-৬ (সদর- সদর দক্ষিণ ) আসনে হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে ধানের শীষের মনোনয়ন প্রদানের দাবিতে তরুণদের মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাদের দাবি—“মনোনয়ন দিলে কুমিল্লার তরুণ প্রজন্মই তাকে বিজয়ী করবে।”
সোমবার(১০ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা স্কুল প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড়ের পূবালী চত্বরে এসে শেষ হয়। তরুণদের এই কর্মসূচির আয়োজন করে তারুণ্যের ভাবনায় GEN–Z 3500। সেখানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
তরুণ বক্তারা বলেন, “কুমিল্লার তরুণরা এমন একজন প্রার্থী চায়, যিনি তারুণ্যের চিন্তা বোঝেন, সৃষ্টিশীল এবং কুমিল্লার উন্নয়নে নিবেদিত। সে ক্ষেত্রে হাজী আমিন উর রশিদ ইয়াছিনই আমাদের প্রত্যাশার নাম।”
তারা আরও বলেন, জুলাই আন্দোলনসহ বিগত সময়ের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে হাজী ইয়াছিনকে সবসময় পাওয়া গেছে। আন্দোলনে আহত হলে তিনি হাসপাতাল থেকে শুরু করে পরিবার পর্যন্ত খোঁজখবর নিতেন। কারাবন্দি হলে পরিবারের পাশে দাঁড়াতেন। তার এই মানবিকতা, সাহস ও নিষ্ঠা কুমিল্লার তরুণদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
তরুণরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত ত্যাগ-সংগ্রামের পরও বিএনপি তাকে মনোনয়ন না দেওয়ায় আমরা হতাশ। কুমিল্লার মানুষেরও প্রত্যাশা ছিল হাজী ইয়াছিনকে বিজয়ী করা। দলীয় নেওয়া এই সিদ্ধান্ত কুমিল্লাবাসীকে ব্যথিত করেছে।”
তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কুমিল্লায় হাজী ইয়াছিনের বিকল্প হাজী ইয়াছিন নিজেই।”
সমাবেশে বক্তব্য রাখেন—শুভ রাতি শাহজাদি মেমোরিয়াল স্কুলের ছাত্রী প্রার্থনা নূর মুনিয়া, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিয়ানা বিনতে হাসান, মেহেক রোশন, বাখরাবাদ হাই স্কুলের ছাত্রী মেহেক রোশন, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তৌসিফ আহমেদ, নবাব ফয়জুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সানজিদা ইসলাম, ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মোহনা ইসলাম, একই প্রতিষ্ঠানের ছাত্র মো. হামজা ও মেহেদী হাসান রবিন, কুমিল্লা সরকারি কলেজের তাশাউপ আমিন, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাব্বির আহমেদ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফখরুদ্দিন রাজিব।

