শিক্ষাঙ্গন

কুরবানির আনন্দ ভাগাভাগি ইবি প্রশাসনের

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি গরু এবং একটি খাসি কুরবানি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিন বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী, কর্মচারী, ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী ও মালি’সহ প্রায় দুইশত জনের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

 

শনিবার (৭ জুন) ঈদুল আজহা’র নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র উপস্থিতিতে কুরবানি গোশত বিতরণ করা হয়।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্দেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রায়ত উপাচার্যদের উৎসর্গ করে কুরবানি করা হয়েছে। আমি নিজ দায়িত্বে এই কুরবানির মাংস বিদেশি শিক্ষার্থী কর্মচারী, নিরাপত্তাকর্মী, পুলিশ ও প্রতিবন্ধী-সহ অসহায় দুস্থদের মাঝে সুষম বণ্টন করেছি।

 

উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে সাত টায় কেন্দ্রীয় মসজিদে ইবি উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-সহ ইবি শাখা ছাত্র সংগঠনের নেতাকর্মী-সহ স্থানীয় এলাকাবাসী ঈদুল আজহা’র সালাত আদায় করেন।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর