কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া জেলা: গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২৫শে ডিসেম্বর ২০২৪ই্ং. তারিখ সকাল ০৯:১৫ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন পুরাতন উদ্দিনপোন মোড়ের সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ কেজি গাঁজা, নগদ ২০০/- টাকা, ০১টি মোবাইল এবং ০১টি সিম, যাহার আনুমানিক মূল্য ৩,৬০,০০০/- টাকা সহ ০১ জন আসামি মোঃ শ্যামল ইসলাম (২৫), পিতা-মোঃ তোজাম বিশ্বাস, সাং-বাগুয়ান কান্দিপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।