সারাদেশ

কৃষিপ্রতিবেশবিদ্যা টেকসই উন্নয়নের কথা বলে

ডেস্ক রিপোর্ট : কৃষিপ্রতিবেশবিদ্যা মাটি-পানি-বায়ুর ক্ষতি না করে, নিজের পছন্দের খাদ্য উৎপাদন,বীজ সংরক্ষণ করা আন্তনির্ভরশীলতা এবং খাদ্যের সাংস্কৃতি, অর্থনৈতিক রাজনৈতিক অধিকার রক্ষা করে।বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখে জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করে।
বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহায়তায় নেত্রকোনার আটপাড়া উপজেলার দূর্গাশ্রম গ্রামের ফসলের হাসপাতালে ‘‘কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা ” শীর্ষক কর্মশালার আয়োজন করে। “কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা” শীর্ষক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষক গবেষক সায়েদ আহমদ খান, কর্মশালায় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের ব্যবস্থাপক, শতবাড়ি মডেলের প্রতিনিধি, উদ্যোগী কৃষক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, যুবপ্রতিনিধি, শিক্ষার্থীসহ দুটি ইউনিয়নের ৫ টি গ্রামের ২০ জন কৃষক কৃষানি ও বারসিকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রথমেই কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কথা বলেন, বারসিক সহকারী কর্মসূচী কর্মকর্তা মো. সোয়েল রানা। ”কৃষক আব্দুল ওয়াদুদ খান বলেন যে কৃষি,কৃষিব্যবস্থাপনা,বীজ,সার,হাল ছিলো কৃষকের নিয়ন্ত্রণে সেই কৃষি ধীরে চলে গেলো কোম্পানির নিয়ন্ত্রণে। টেকসই উন্নয়ন ও নিরাপদ জীবনের জন্য কৃষিকে কৃষকের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। ”
কর্মশালায় হাওরের কৃষি, বসতভীটায় সবজীচাষ,একফসল ধানের পরিবর্তে বৈচিত্যময় ফসলচাষ, জৈবিকৃষিচর্চা, কৃষির সাথে পরিবেশের সম্পর্ক,জলবায়ু ন্যায্যতা, পারিবারিক কৃষি চর্চা, স্থানীয়বীজ সংরক্ষণ, মাটির উর্বরতা, দূষণ প্রতিরোধ নিয়ে আলোচনা আলোচনা করা হয়।বীজ বিতরণের মধ্যদিয়ে কর্মশালাটি শেষ হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,