কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে ফেনীতে পরিচ্ছন্নতা অভিযান জামায়াতে ইসলামীর।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসেবে ফেনীতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার মিজান ময়দানে ফেনী পৌরসভার ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা।এই সময় শহর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম,ওয়ার্ড জামায়াতের আমীর হাফেজ নজরুল ইসলাম,সেক্রেটারী আবুল হোসেন,ফেনী ওয়াকিং গ্রুপের আহ্বায়ক মো:মোছলেহ উদ্দিন ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফেনী কমান্ডের সেক্রেটারী ইদ্রিস আলীসহ ওয়ার্ড জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।পরে তারা মিজান রোড,মিজান পাড়া,শহীদ সেলিনা পারভিন সড়ক,সুফি সদর উদ্দিন সড়ক,নাজির রোড ও শান্তিধারা আবাসিক এলাকাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের পঞ্জীভূত ময়লা আবর্জনা পরিষ্কার করেন।এই সময় তাদেরকে ফেনী পৌরসভার পরিছন্নতা কর্মীরা সহযোগিতা করে।পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন কালে প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন,পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ,তাই সচেতনতার পাশাপাশি ঈমানী দায়িত্ব পালন করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জরুরী।ওয়ার্ড জামায়াতের আমীর হাফেজ নজরুল ইসলাম জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরের ৯ নং ওয়ার্ড থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে ক্রমান্বয়ে পুরো ১৮ টি ওয়ার্ডে এই কার্যক্রম গ্রহণ করা হবে।