সারাদেশ

কেরানীগঞ্জে নবকলি পরিবহনের বাসের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের

কেরানীগঞ্জের রোহিতপুরে বাস ও মোটরসাইকেলের মুখামুখি  সংঘর্ষে সোহাগ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মুগারচর গ্রামের রমজান আলীর ছেলে। সে বাড়ি হতে তার কর্মস্থলে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শী জাফর  হাওলাদার জানান, মোটরসাইকেলটি নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরীর দিক থেকে এবং নবকলি পরিবহনের বাসটি গুলিস্তান থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো । বাসটি রোহিতপুর ব্রিজ পাড় হয়ে কেয়ার কর্নানের সামনে আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, এতে সে রাস্তায় পড়ে যায় এবং বাসের পেছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে ভোরে মৃত্যু হলেও দুপুর একটা পর্যন্ত লাশ পড়ে ছিলো রাস্তার পাশে। অন্তঃসত্তা স্ত্রী, মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল পরিবেশ। পুলিশের অভিযোগ পরিবারের অসহযোগীতায় লাশ সময় মত উদ্ধার করা যায়নি।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, বেপরোয়া বাসের ধাক্কায় সোহাগ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাস ও চালকে আটক করেছে।  ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ শেষে লাশ দ্রুত পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং