সারাদেশ

কেরানীগঞ্জে ইউএনও’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

বেশ কয়েক দিন থেকে ঢাকার কেরানীগঞ্জসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অসহায় ও হতদরিদ্র দেড় শতাধিক শীর্তাত মানুষকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সঙ্গে ছিলেন, উপজেলা ভূমি অফিস কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণ এর সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন।

অসহায় ও হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘তীব্রশীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহের কারণে শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গরম কাপড় বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র সকলের কাছে সরকারি উদ্যোগে শীত নিবারনে কম্বল পৌছে দেয়া হবে।

 

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং