গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান আটক ৯

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৯
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম।
অভিযানের পরে বিক্ষুব্ধ জনতা হোটেল হ্যাভেন ফ্রেশে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে হোটেলের ভিতরে থাকা আসবাবপত্র বের করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হোটেলের নিচে থাকা দোকান মালিকদের মধ্যে। পরে তারা হোটেল বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক দোকানি বলেন, “আর কয়েকদিন পরে ঈদ। আমরা ঈদকে সামনে রেখে নতুন মালামাল উঠিয়েছি। আজকে যদি বিক্ষুব্ধ জনতা দোকানে আগুন ধরিয়ে দিতো তাহলে আমাদের পথে বসতে হতো। তাই আমরা চাই কোনাবাড়ী থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।”
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮ নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, “আমরা অভিযান শেষ করে থানায় আসার পর শুনি হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।”
এর আগেও একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি বলেন, “আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছিল।