সারাদেশ

কোনাবাড়ীতে ৩ মে থেকে সাপ্তাহিক বন্ধ থাকবে সকল ব্যবসা প্রতিষ্ঠান

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এর কোনাবাড়ী এলাকায় আগামী ৩ মে শনিবার থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান সাপ্তাহিক বন্ধ থাকবে। রোববার (২৭ এপ্রিল) গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এর আঞ্চলিক কার্যালয়ে ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম। উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের মালিক-শ্রমিকরা।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম জানান, দীর্ঘদিন ধরে সাপ্তাহিক বন্ধ নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে মতানৈক্য চলছিল। বিষয়টি শ্রমিকদের পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। এরপর প্রশাসক শরাফ উদ্দিনের নির্দেশনায় ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উভয় পক্ষের সম্মতিতে ৩ মে থেকে প্রতি শনিবার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, “আলোচনায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী ব্যবসায়ী বণিক সমিতির আহ্বায়ক উজ্জ্বল হোসেন, সদস্য সচিব মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম রাসেল, কোষাধ্যক্ষ শহিদ দেওয়ান, নির্বাহী সদস্য দেলোয়ার হোসেন শেখসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,