কোম্পানীগঞ্জে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দুই জনের কারাদন্ড।

আবদুর রহিম- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী পূর্ব অঞ্চল ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলনের অপরাধে এলজিইডি’র ঠিকাদারি প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
জানাজায়,কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারি ইউনিয়নে ছোট ফেনী নদীর উপর নির্মাণাধীন তেল্লারঘাট থেকে দনিপাড়া কানেক্টিং ব্রিজের কাজে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম। এলজিইডি’র ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ব্রিজ নির্মাণের কাজ করছে।
বুধবার বিকেল ৫টার সময় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে মোবাইল কোর্ট উপস্থিত হলে দেখা যায়, স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ছোট ফেনী নদী থেকে ব্রিজ নির্মাণের কাজে অবৈধভাবে বালু উত্তোলন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এসময় ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)কে আটক করা হয়। বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় ১.৫ কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১ টি ইঞ্জিন জব্দ করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি)সহ বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।