কোম্পানীগঞ্জে বিএনপির বিজয় মিছিলে মানুষের ঢল

আবদুর রহিম- ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি বিজয় র্যালী ও সমাবেশ করেছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাসনা জসিম উদ্দিন মওদুদ।
এসময় বিএনপি নেতা নুরুল আলম শিকদারের সভাপতিত্বে ও বসুরহাট বিএনপির সাবেক সভাপতি আবদুল মতিন লিটনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহদৎ হোসেন, অ্যাডভোকেট আজম খান, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশের পূর্বে বিরতিহীন বৃষ্টি উপেক্ষা করে দুর দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালীটি বসুরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রূপালী চত্বরে সমাপ্ত হয়।