শিক্ষাঙ্গন

ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইবি শিক্ষার্থীর

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়। কিছুদিন আগে তিনি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করেছেন বলে জানা যায়।

সোমবার (১৬ জুন) কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে ফেরার পথে বিত্তিপাড়া নামক স্থানে বাস-ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসময় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়।

জানা যায়, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহে নেমে কুষ্টিয়ায় আসেন। সেখান থেকে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে আসছিলেন। তিনি বাসের ইঞ্জিন কাভারে বসেছিলেন। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই শিক্ষার্থী।

রাশেদের সহপাঠী জানান, রাশেদের মুখের চোয়াল ভেতরে কয়েক খন্ড হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ হাসপাতালে আসা পর্যন্ত জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘণ্টা পর ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজামান বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে আসছি। বিভাগের কয়েকজন শিক্ষকও আছেন। ওই শিক্ষার্থীকে ওয়াশ করে বাড়িতে (জয়পুরহাট) পাঠিয়ে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর