খুলনায় এল.এ কেসের ক্ষতিপূরণের চেক বিতরণ
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে জমি অধিগ্রহণ (এল.এ) কেস সংক্রান্ত ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান এদিন তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ একটি অপরিহার্য প্রক্রিয়া। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা যাতে যথাযথ ক্ষতিপূরণ পান, সেজন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, ক্ষতিপূরণ প্রাপ্তির মাধ্যমে উপকারভোগীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং উন্নয়ন কাজও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
চেক গ্রহণকালে উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





