সারাদেশ

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় মেট্রো পুলিশ লাইন্স হাইস্কুলে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

লিখিত পরীক্ষার কার্যক্রমে সভাপতিত্ব করেন খুলনা জেলার পুলিশ সুপার ও অত্র নিয়োগ বোর্ডের সভাপতি টি. এম. মোশাররফ হোসেন।

প্রার্থীদের পরীক্ষা শুরুর আগে প্রবেশপথে সতর্কতার সঙ্গে চেকিং এবং ফেস ডিটেক্টরের মাধ্যমে সঠিক প্রার্থী যাচাই পূর্বক প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে শান্তিপূর্ণ পরিবেশে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।

এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স পরীক্ষার দায়িত্বে নিয়োজিত থেকে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,