খুলনায় সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা কোর্সের উদ্বোধন

এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের অংশগ্রহণে আচরণ ও শৃঙ্খলা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার(২৪ আগষ্ট) সকালে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি), বয়রা, খুলনা আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরপিএটিসি খুলনার উপ-পরিচালক খাতুনে জান্নাত।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।