সারাদেশ

খুলনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৭ আগষ্ট) দিনব্যাপী এ কর্মসূচিতে শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা ও পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন খুলনা জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন।

এসময় মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন তিনি। প্যারেড অধিনায়কের দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম।

প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন। সভায় অফিসার ও ফোর্সদের নানা সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট ইনচার্জদের তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় খুলনা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারদের পুরস্কৃত করে উৎসাহিত করা হয়। পুলিশ সুপার বলেন, দায়িত্বশীল ও দক্ষ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করলে অন্যরাও কাজে উৎসাহিত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

দিনব্যাপী এ কর্মসূচি জেলা পুলিশের মধ্যে শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা যোগ করে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,