সারাদেশ

খুলনা জেলা প্রশাসকের ডুমুরিয়া পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:খুলনা 

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি উপজেলার শৈলমারী নদীর স্লুইস গেইটে পানি নিষ্কাশনের জন্য স্থাপিত ১ ভেন্ট রেগুলেটর, উচ্চ ক্ষমতা সম্পন্ন দু’টি পানির পাম্প এবং নদী খনন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে জলাবদ্ধতা নিরসন বিষয়ে আয়োজিত অংশীজনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা ডুমুরিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,