রাজনীতি সারাদেশ

গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্ন দেখতে পারতেন না : জামালপুরে নাহিদ ইসলাম

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান না ঘটলে বর্তমান রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনের স্বপ্নও দেখার সুযোগ পেত না।

তিনি বলেন, এনসিপি নির্বাচন পেছাতে চায়’এমন অভিযোগ করে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা আসলে গণ আন্দোলনের ইতিহাস অস্বীকার করছে।

আজ(সোমবার) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরোও বলেন, ‘যদি ছাত্র-জনতা জীবন বাজি রেখে রাজপথে নামত না, তাহলে হয়তো আরও চার বছর ফ্যাসিস্ট হাসিনার অধীনেই দেশের মানুষকে নির্বাচনহীনতায় ভুগতে হতো। আমরা শুধু একটি নিরপেক্ষ নির্বাচনই চাই না-চাই গণহত্যা, নিপীড়ন ও দমন-পীড়নের বিচার।

চাই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, যেন কারও হাতে এককভাবে ক্ষমতা কেন্দ্রীভূত আর না থাকে।’
নাহিদ ইসলাম বলেন ‘শহীদদের পরিবার অর্থ নয়, চায় সম্মান। তারা চায় সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, যার জন্য তাদের সন্তান রাজপথে প্রাণ দিয়েছে। আজকের নতুন বাংলাদেশে সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতেই এনসিপি কাজ করছে।’

সম্প্রতি ঐকমত্য কমিশনে পুলিশের সংস্কার বিষয়ক উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুলিশ দলীয় নয়, জনগণের বন্ধু হয়ে কাজ করবে। নির্বাচন কমিশনও হবে স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক।

তিনি বলেন, ৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করতে হবে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে যারা এখনো রাজনৈতিক ঐক্যে আসেননি, তাদের প্রতি আহ্বান জানাই— আসুন, জাতির ঐতিহাসিক দায়িত্ব পালন করুন।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন এবং গুম-খুনের বিচার চাই আমরা। আর যেন কুক্ষিগত ক্ষমতা ফিরে না আসে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন,জামালপুরে কোনো রাজনীতি কাউকে করতে দেওয়া হয়নি,কোনো বিরোধী দলকে জামালপুরে গলা উচু করে কথাও বলতে দেওয়া হয়নি।জামালপুরে উন্নয়নের নামে পকেট ভরা ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়নও হয়নি।

এর আগে সকালে চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জামালপুরে শহীদ হওয়া ১৭ জনের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম।।



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,