সারাদেশ

গাজীপুরের কোনাবাড়ী রোডে স্বাধীন গার্মেন্টসের শ্রমিকদের অবরোধ

গাজীপুরের কোনাবাড়ি রোড আজ দুপুরে স্বাধীন গার্মেন্টসের শতাধিক শ্রমিকের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে। শ্রমিকরা অভিযোগ করেছেন, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না, যার ফলে তাদের পরিবারে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে।

বিক্ষোভকারীরা জানান, বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো সত্ত্বেও বেতন পরিশোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

 

স্থানীয় পুলিশ এবং গার্মেন্টস কর্তৃপক্ষ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে। শ্রমিকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে স্বাধীন গার্মেন্টস কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং