সারাদেশ

গাজীপুরে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে র‍্যাগ ডে উদযাপন করতে যাওয়া আরিফ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্টারলিং কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় রবিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করেন। শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিকদের দাবি, শিক্ষার্থীরা র‍্যাগ ডে উদযাপনের জন্য ভাড়া করা গাড়ি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় স্টারলিং কারখানার শ্রমিকদের লাঞ্চ ব্রেক চলছিল, এবং তারা রাস্তা পার হচ্ছিলেন। নিরাপত্তা কর্মীরা শ্রমিক পারাপারের জন্য যানবাহন থামান, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়।

এক পর্যায়ে শিক্ষার্থীরা কারখানার নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং অভিযোগ অনুযায়ী কয়েকজন শিক্ষার্থী নিরাপত্তা কর্মীদের গায়ে হাত তোলেন। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক ও কারখানার জেনারেল ম্যানেজারের (জিএম) সঙ্গেও তর্ক-বিতর্ক হয়।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। শ্রমিকরা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া করেন। শিক্ষার্থীরা পালিয়ে গেলেও তাদের ভাড়া করা গাড়িগুলোতে শ্রমিকরা হামলা চালান।

এ ঘটনার পর স্টারলিং কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। তারা দাবি করেন, ওই এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা ঢাকা-টাঙ্গাইলগামী যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের এএসপি আবু তালেব।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং