গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খাবারের মান তদারকিতে ইবি সিওয়াইবি

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:
গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগত পরীক্ষার্থীদের জন্য খাবারের সহজলভ্যতা ও মান নিশ্চিতকরণে হল ডাইনিং ও খাবারের দোকানগুলোতে তদারকি করেছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত নয়টা থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলেন সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকী ওয়াসিফ, সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিমসহ অন্যান্য সদস্যরা। অভিযানে তারা বিভিন্ন হল ডাইনিং ও হোটেলের খাবার পর্যবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন ও মানসম্মত খাবার নিশ্চিত করা এবং খাবার দাম নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশনা দেন।
সিওয়াইবি ইবি শাখার সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, “আগামীকাল গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত পরীক্ষার্থীদের কাছ থেকে খাবারের ন্যায্য মূল্য ও মানসম্মত খাবার নিশ্চিতে আমরা হল ডাইনিং ও জিয়া মোড়ের খাবারের দোকানগুলো পর্যবেক্ষণ করেছি এবং সতর্ক করেছি যেন খাবারের মূল্য বেশি না নেওয়া হয় ও তাদের সাথে খারাপ ব্যবহার না করা হয়।”
সভাপতি ত্বকী ওয়াসিফ বলেন, “তিনটি ইউনিটের পরীক্ষাতেই আমাদের কার্যক্রম চলবে। আজকে আমরা জিয়া মোড়ের খাবারের দোকানগুলো তদারকি করেছি। যেসব অসঙ্গতি পেয়েছি সেগুলো যেন পরবর্তীতে না থাকে এজন্য আমরা দোকানদারদের সতর্ক করেছি। আগামীকাল ভর্তি পরীক্ষার শেষ পর্যন্ত আমাদের টিম সক্রিয় থাকবে এবং যেকোনো সহায়তায় আমরা পরীক্ষার্থীদের পাশে থাকব। শিক্ষার্থীরা কেউ কোনো ধরনের অসঙ্গতি পেলে আমাদের জানাবেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় উপযুক্ত ব্যবস্থা নেব।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (CYB) একটি সক্রিয় সংগঠন হিসেবে ভোক্তা অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিয়মিত সেমিনার, কর্মশালা এবং ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করছে। ২০১৮ সালে তারা “Be aware for better life” স্লোগানে একটি সেমিনার আয়োজন করেছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।