চরফ্যাশনে মেঘনা নদীর তীরবর্তীতে খেজুর গাছিয়া নামকরণ যেভাবে হলো, জানালেন স্থানীয়রা।
মোঃ রাফসান জানি, ভোলা।
ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীর তীরবর্তী খেজুর গাছিয়ায় মিনি কক্সবাজার নাম খ্যাত এলাকায় এখন বিনোদন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে দর্শনার্থীরা।
তবে খেজুর গাছিয়া কেন নামকরণ হয়েছিল?
এই বিষয় স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান,বিগত দিনে এই এলাকায় অনেক খেজুর গাছ ছিল সেই কারণে খেজুরগাছিয়া বলা হত।তবে নদীতে ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছে অনেক খেজুর গাছ। এখনো খেজুর গাছিয়া নামে পরিচিত।পাশে রয়েছে মেঘনা নদী।
ভোলার বিভিন্ন উপজেলা থেকে ঘুরতে এসেছে পর্যটকরা। কেউবা পরিবার পরিজন, আবার কেউ প্রিয় মানুষটিকে নিয়ে বিনোদন উপভোগ করতে আসেন। যা পুরো এই এালাকাকে সৌন্দর্যময় করে তুলেছে। এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেও পর্যটকরা আসেন এখানে, ব্লগার ও টিকটকাররা আসেন এখানে এসে বিভিন্ন ভাবে ভিডিও তৈরি করে থাকেন তারা। বর্তমানে এই স্থানটি মিনি কক্সবাজার নামেও পরিচিতি লাভ করেছেন দর্শনার্থীদের কাছে।