রাজনীতি সারাদেশ

চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন বন্দোবস্ত ঘোষণা….সাতক্ষীরায় নাহিদ ইসলাম

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা পদযাত্রা ও পথসভা করেছেন। এসময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে ‘নতুন বন্দোবস্ত’র বার্তা দেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ (শনিবার, ১২ জুলাই) বেলা ১টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরার আমতলা মোড় থেকে পদযাত্রা শুরু করেন। পরে খুলনার রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন তারা।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, আমরা জনগণের দল গড়েছি। চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা নতুন বন্দোবস্তে যাচ্ছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, এই সাতক্ষীরা নদী, সুন্দরবন ও পর্যটনের জেলা। এখানে জলবায়ু সংকট বাস্তব। স্বাধীনতার ৫০ বছরেও রেললাইন আসেনি। আমরা রেল, উপকূল ও জলবায়ু ইস্যুতে কাজ করব।
এদিন এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রায় ১৫০ নেতা সাতক্ষীরায় আসেন। নেতৃত্বে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন এবং সমন্বয়ক সারজিস আলম।
দলের সাতক্ষীরা জেলা প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু বলেন, সাতক্ষীরায় এনসিপির এতো বড় কেন্দ্রীয় উপস্থিতি এই প্রথম। আমরা বিশ্বাস করি, জনগণের রাজনীতিই মানুষকে আশ্বস্ত করবে।
পথসভা শেষে এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে তারা বাগেরহাট সফরের উদ্দেশে রওনা হন।
এসময় সারজিস আলম বলেন, এই জুলাই চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াইয়ের মাস। এই জুলাই চাঁদাবাজদের রুখে দেওয়ার মাস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,