সারাদেশ

চৌগাছায় কৃষি বিপ্লব: বিনামূল্যে সার ও বীজ পেলেন ১,১৮০ জন কৃষক

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু

কৃষিতে স্বনির্ভরতা বাড়াতে যশোরের চৌগাছা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে বিশাল আকারে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।

সোমবার (তারিখটি যুক্ত করুন) উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে মোট ১,১৮০ জন কৃষক উপকৃত হবেন।

বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবায়দুল্লাহ ও ইমদাদুল হক, কৃষিবিদ শামিম-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা।


 

প্রণোদনার বিবরণ

 

চলতি অর্থবছর প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের চাহিদা অনুযায়ী দুই ধরনের সহায়তা দেওয়া হচ্ছে:

কৃষকের সংখ্যা সহায়তা দেওয়া সামগ্রী
৪৫০ জন বসতবাড়ির চাষ: রবি-১ মৌসুমের জন্য বেগুন, পালংশাক, লালশাক, মটরশুঁটি, লাউ, মুলা, বার্টিশাক – এই সবজির বীজ।
৭৩০ জন মাঠের চাষ: ২০ শতক জমির জন্য লাউ, বেগুন, শসা, মিষ্টি কুমড়ার বীজ। সার: ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি।

উপজেলা কৃষি অফিসের মতে, এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে সাহায্য করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,