চৌগাছায় কৃষি বিপ্লব: বিনামূল্যে সার ও বীজ পেলেন ১,১৮০ জন কৃষক

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু
কৃষিতে স্বনির্ভরতা বাড়াতে যশোরের চৌগাছা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির অধীনে বিশাল আকারে বীজ ও সার বিতরণ শুরু হয়েছে।
সোমবার (তারিখটি যুক্ত করুন) উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে মোট ১,১৮০ জন কৃষক উপকৃত হবেন।
বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবায়দুল্লাহ ও ইমদাদুল হক, কৃষিবিদ শামিম-সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা।
প্রণোদনার বিবরণ
চলতি অর্থবছর প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের চাহিদা অনুযায়ী দুই ধরনের সহায়তা দেওয়া হচ্ছে:
উপজেলা কৃষি অফিসের মতে, এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বাড়াতে এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল হতে সাহায্য করবে।