সারাদেশ

চৌগাছায় দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা মিলনায়তনে  আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিত সাহা।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, সোনালী ব্যাংকের মেনেজার ফারুক হোসেন, থানার ওসি তদন্ত কামাল হোসেন, উপজেলা জামায়তের নায়েবে আমির মাও. মোঃ নূরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোঃ গোলাম মোর্শেদ, জামাতের পৌর সাধারণ সম্পাদক মোঃ কামাল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক তমিজ উদ্দীন, শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক আজিজুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা মুসাব্বির হুসাইন, আনসার ভিডিপি কমকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক শওকত আলী প্রমূখ। আলোচনা সভার আগে দুর্নীতি প্রতিরোধে এক র‌্যালি বাজার প্রদক্ষিণ করে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং