চৌগাছায় দু’শিশু শিক্ষার্থী ইট ভাটার ট্রাকের ধাক্কায় আহত
স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছায় ইট ভাটার ট্রাকের ধাক্কায় ইজিবাইক যাত্রী দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার আড়পাড়া গ্রামের রিজাউল ইসলামের ছেলে রিসান হোসে (১১) ও দক্ষিন সাগর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে সাইমা সুলতানা মিম্মা (১১)। তারা সকলেই চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। স্কুল ছুটির পর তারা একটি ইজিবাইক যোগে নিজ বাড়ির উদ্যেশে রওনা হয় এবং ইছাপুর বটতলায় দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্কুল ছুটির পর উল্লেখিত দুই শিশু শিক্ষার্থী বাড়ির উদ্যেশে রওনা দেয়। পথিমধ্যে ইছাপুর বটতলা মোড়ে পৌছালে দ্রæত গতির একটি ভাটার ট্রাক ওই ইজিবাইকে ধাক্কা দেয়। ইজিবাইক ছিটকে পড়ে সড়কে এতে দুই শিক্ষার্থী আহত হয়। স্থানীয়রা দ্রæত আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লতা জানান, আহত শিশু শিক্ষার্থীদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।