চৌগাছায় ফিল্মি স্টাইলে ছিনতাই , আটক – ৩
স্টাফ রিপোর্টার
যশোরের চৌগাছায় উড়ান্ত ছিতাইকারীর তিন সদস্য আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলুয়া বাজারে তারা ছিনতাই করে পালানোর সময় জনতা ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশ খবর পেয়ে ছিনতাইকারীদের জনতার হাত থেকে উদ্ধার করেন এবং তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সলুয়া বাজারের সোনালী ব্যাংকের শাখা হতে স্থানীয় এনজিও কর্মী হালিমা বেগম বিনিয়োগ দেয়ার জন্য প্রায় তিন লাখ টাকা উত্তোলন করেন। এরপর তিনি ব্যাংক হতে নিচে নামা মাত্রই যশোর হতে চৌগাছা অভিমুখে আসা একটি প্রাইভেটকার যার নম্বর (ঢাকা মেট্রো -গ-৩১-৭৮৬১)
ঘটনাস্থলে পৌছে এক ছিনতাইকারী ওই নারীর হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে চৌগাছার দিকে ছেড়ে আসে। এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা মোটরসাইকেলে প্রাইভেটকারটিকে ধাওয়া করে এবং সামনের বাজারে মোবাইল ফোনে কারটিকে আটকের জন্য বলেন। চৌগাছা-যশোর সড়কের মশিউর নগর বাজারে কারটি পৌছালে স্থানীয়রা তা আটকের চেষ্টা করে। কিন্তু সুচতুর প্রাইভেটকার চালক পুনরায় কারটি যশোর অভিমুখে ঘুরানোর চেষ্টা করে এবং জনতার হাতে ধরা পড়ে। জনতা প্রাইভেট কারে থাকা তিন ছিনতাইকারীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে তুলে দেয়। আটক তিন ছিনতাইকারী হলো খুলনার হাসিবুনিয়া এলাকার আব্দুল্লাহর ছেলে ইমন হোসেন (৩০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২) ও মনির উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩২)। পুলিশ আহতদের উদ্ধার করে চৌগাছা সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়েছেন।
চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।