চৌগাছায় স্থাপন হলো পৌর টাওয়ার লাইট

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছা পৌরসভা কর্তৃপক্ষ পৌরবাসির সুবিধার্তে পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে স্থাপন করেছেন সুবিশাল টাওয়ার লাইট। শনিবার দিবাগত রাতে লাইট স্থাপন করা হয়। এসময় সেখানে শতশত মানুষ টাওয়ারের নতুন আলো দেখার জন্য ভিড় করেন। দীর্ঘ চেষ্টার পর ক্রেনের মাধ্যমে বিশাল টাওয়ার লাইট মুল জায়গায় কর্মীরা স্থান করেন। স্থাপনের পরপরই উৎসুক জনতা করতালির মাধ্যমে এই কাজকে স্বাগত জানান।
প্রসঙ্গত, আওয়ামী শাসনামলে টাওয়ার লাইটের স্থানে একটি ভাস্কার্য নির্মান করা হয়। এরপর হতে ওই স্থানটির নাম পরিবর্তন করে মুর্তি বা ভাস্কার্য মোড় হিসেবে পরিচিতি পাই। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর উৎসুক জনতা সেই ভাস্কার্য ভেঙ্গে ফেলেন। সম্প্রতি চৌগাছা উপজেলা পরিষদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে ভাস্কার্যস্থলে একটি টাওয়ার লাইট স্থাপনের সিদ্ধান্ত হয়। পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মান করা টাওয়ার লাইট শনিবার রাতে স্থাপন করা হয়। এখন থেকে পৌরসভার প্রাণকেন্দ্র বলে খ্যাত ওই মোড়কে পৌর টাওয়ার চত্তর হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মনে করছেন সচেতন মহল।