সারাদেশ

ছাগলনাইয়ায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ ইং উদ্বোধন করা হয়েছে।২২ডিসেম্বর রোববার সন্ধ্যায় ছাগলনাইয়া পৌরসভার কলেজ রোডস্থ শীল পাড়া এলাকায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন,ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মোঃ আলমগীর বিএ।উদ্বোধক ছিলেন,ছাগলনাইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার।বিশেষ অতিথি ছিলেন,ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন,যুগ্ম আহবায়ক আবদুল মোমিন ভূঁইয়া,পৌর আহ্বায়ক জয়নাল আবেদীন,যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন,ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিআরডিবি চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার,ফেনী জেলা ছাত্রদলের সদস্য শাহাদাত উল্লাহ ও নাজিম উদ্দিন,পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইব্রাহীম খলিল বাবলু।সভাপতিত্ব করেন,ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফেনী জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল নোমান।আবদুল্লাহ আল নোমান জানান,টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশ নিচ্ছে।উদ্বোধনী খেলায় ফুলকুঁড়ি সংঘ ও পাঠাগার এবং নবী হোটেল অংশ নেয়।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং