ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ার উপজেলার মুহুরীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।১৯ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে নতুন মুহুরীগঞ্জ বাজারে ঘোপাল ইউনিয়ন যুবদল,শ্রমিক দল,স্বেচ্ছা সেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহম্মদ মজুমদার।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টিপু।অনুষ্ঠান সঞ্চালনা করেন,আজিজুল হক,ফরহাদ হোসেন, মনসুর আহমেদ,মোশারফ হোসেন ও মোঃহোসেন রাকিব।