ছাতকে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ০৫ আগষ্ট মঙ্গলবার বাদ যোহর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাতক উপজেলা ইসলামী আন্দোনের উদ্যোগে সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী সমাবেশে, সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নুরে আলম। উপজেলা শাখার সেক্রেটারি মুফতি মির্জা সাজিদুর রহমান এর পরিচালনায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আলী আকবর সিদ্দিকী।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সংগঠনিক সম্পাদক, মুফতি আইনুল ইসলাম আজাদী, দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্ত ঘোষণা করেন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা, হাফিজ মাওলানা ফরিদ আহমদ। সমাবেশ ও বিজয় মিছিলে ইসলামী আন্দোলন উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন।