সারাদেশ

জনপ্রিয় কণ্ঠশিল্পী ইনসানের ইন্তেকালে শোকের ছায়া

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলী ইনসান মকবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (২৭ অক্টোবর) ভোরে তিনি ইন্তেকাল করেন। সদা হাস্যোজ্জ্বল ও সরল স্বভাবের এই শিল্পীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬। তিনি স্ত্রী, ৩ মেয়ে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে সুনামগঞ্জের আমবাড়ী এলাকার শাহানা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বিবাহিত জীবনে ৩ জন মেয়ে সন্তানের পিতা হন তিনি। প্রথম মেয়ের বয়স ১০, দ্বিতীয় মেয়ে ৭, তৃতীয় মেয়ে ৩ বছর। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আলী ইনসান মকবুল উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর (ছড়ারপার) গ্রামের বাসিন্দা। সোমবার বেলা ২টায় ছড়ারপার বালুর মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল। লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান মকবুল ছিলেন ছাতক ও সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর কণ্ঠে “আমার ময়না টিয়া, আগন মাসের ধান তুলিয়া করব তুমায় বিয়া” গানটি সুনামগঞ্জসহ সারাদেশের সংগীত প্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন করে নেয়। এছাড়া “আমাদের ছাতক শহর”, “ঘুমের ঘরে” এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা ও শিল্পী তিনি। ছাতকের সংগীতাঙ্গন, স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও ভক্তরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, আলী ইনসানের মৃত্যু শুধু ছাতকের নয়, পুরো সুনামগঞ্জের সংস্কৃতি অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। লোকসংগীতের প্রতি গভীর ভালোবাসা থেকে ছোটবেলা থেকেই গান গাইতেন আলী ইনসান। তাঁর কণ্ঠে হাওর, নদী, ধানক্ষেত, প্রেম-বিরহ ও মানুষের জীবনের গল্প জীবন্ত হয়ে উঠত। স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে তাঁর গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ নেমে আসে। ভক্তরা লিখেছেন— লোকসংগীত হারালো তার প্রকৃত ধারককে। অনেকে লিখেছেন- আলী ইনসান বেঁচে থাকবেন তাঁর গানের মধ্যেই। ভক্তরা বলছেন, আলী ইনসান শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের প্রাণ। তাঁর গান, হাসি ও সরল জীবন আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,