সারাদেশ

জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও দোয়ার আয়োজন করলেন মানবিক পুলিশ সিদ্দিকুর

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:

শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহের কারণে দেশের অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেক কষ্টে দিনযাপন করে। প্রতি বছরের ন্যায় এই বছরও সিলেট জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীতের প্রকোপে তীব্র শীত অনুভূত হচ্ছে। নিজের জন্মদিন উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে কম্বল নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক পুলিশ সিদ্দিকুর রহমান সাদেক।

বুধবার (১জানুয়ারী) সকাল থেকে রাত ১টা পর্যন্ত সিলেট জেলা সদর ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ৫শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে শীত বস্র বিতরণ সহ নিজ এলাকার মসজিদের নিজের জন্য,পরিবার, আত্বীয়,বন্ধু শুভাকাঙ্খীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মানবিক পুলিশ সিদ্দিকুর রহমান সাদেক।

জানা যায়, পহেলা জানুয়ারী মানবিক পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান সাদেক এর জন্য জন্মদিন। এই দিন আসলেই মসজিদ ও অসহায় মানুষের পাশে থাকেন মানুবক পুলিশ সিদ্দিক। “মানুষ মানুষের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্ত মানুষের মাঝে সিলেট রেলওয়ের স্টেশন, বিভিন্ন হাট বাজার,পথচারী, ফেরিওয়ালা ও নিজ এলাকার আশেপাশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন মানবিক পুলিশ সদস্য সিদ্দিকুর রহমান সাদেক।

এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট- কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন,“মানুষ মানুষের জন্য” তাই সিলেট, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায়, গরীব ও গ্রামের শীতার্ত পরিবারের মাঝে কম্বল উপহার দিয়েছি। প্রতি বছরের মতো আমি এবারও শীতবস্ত্র দিয়ে থাকি অসহায়দের পাশে দাড়িয়েছি। এমন মানবিক কাজ সবসময় অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং