শিক্ষাঙ্গন

জয়পুরহাটের কালাইয়ে মাদ্রাসা শিক্ষকের উপর অতর্কিত হামলা, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দু’জনের কারাদণ্ড 

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাইয়ে মাদ্রাসা শিক্ষক সেলিম রেজার উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি মার্কেটে তিনি হামলার শিকার হন।এ ঘটনায় দু’জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার জাহান।

হামলার শিকার সেলিম রেজা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাতিয়র বহুমুখী কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও কালাই আহলে হাদিস মসজিদের খতিব।

হামলাকারীরা হলেন কালাই পৌর এলাকার থুপসাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী নুর হকের ছেলে মাহমুদুল হাসান ও নূর নবী।

জানাগেছে,হাতিয়র মাদ্রাসায় এডমিট কার্ড নিতে গেলে হামলাকারীর সাথে কথা হয় সেলিম হুজুরের তিনি জানান তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য এডমিট কার্ড এর ফটোকপি রাখা হয়েছে। মুল এডমিট কার্ড প্রতিষ্ঠানে না থাকারই কথা আমরা ঐ শিক্ষার্থীর এডমিট এর ফটোকপি দিয়ে ভর্তি কার্যক্রম চালিয়েছিলাম। মাদ্রাসায় অধ্যক্ষ নেই তিনি আসলে বিষয়টি দেখার কথা জানান হুজুর। এ বিষয়টি নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে তিনি মাদ্রাসা থেকে চলে যান। পরে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আহলে হাদিস মসজিদ মার্কেটের ভিতরে হামলা চালান তিনি।

হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এদিকে আগামীকাল শুক্রবার বাদ জুমা কালাই বাসস্ট্যান্ড চত্বরে ন্যাক্কারজনক এ হামলা এবং দায়সারা শাস্তির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর