জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি কে গ্রেফতার করেছে (র্যাব-৫) শনিবার (২০ সেপ্টেম্বর) সাড়ে তিনটায় কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামি হলেন, উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজাইল গ্রামের মো.মুনছুর আলীর ছেলে হাফিজার রহমান লিটন।
জানা গেছে, গত ০২ জানুয়ারি বিকেলে কালাই উপজেলার পূর্ব কুজাইল খানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেক খান আলুর জমিতে সার দেয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাত নয়টা পর্যন্ত বাড়িতে ফেরৎ না আসলে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি। গত ৩ জানুয়ারি সকালে ঐ এলাকার বুলু মহরির আলু ক্ষেতে লাশ দেখতে পান স্থানীয়রা পরে আব্দুল মালেক এর পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আব্দুল মালেক এর লাশ সনাক্ত করে।
র্যাব জানায়, ভিকটিমের ছেলে মো: সিদ্দিকুর রহমানের সংবাদের ভিত্তিতে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। এর পরে ভিকটিমের ভিসারা রিপোর্ট আসে অবস্থা অবহিত হওয়ার পর বাদী বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করলে মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য কালাই থানা অফিসার ইনচার্জ কে নির্দেশ প্রদান করেন। বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডির উপর তদন্তভার ন্যাস্ত করেন। সিআইডি জয়পুরহাটের সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালায় পরে আসামিকে ধরতে সক্ষম হয়।
পরবর্তীতে আসামিকে জয়পুরহাট জেলার সিআইডির নিকট হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।