সারাদেশ

জয়পুরহাটে মাসব্যাপী কুটির শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন 

জাহিদুল ইসলাম জাহিদ স্টাফ রিপোর্টার,জয়পুরহাট।

জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী শুরু হয়েছে কুটির শিল্প ও বাণিজ্য মেলা। বৃহস্পতিবার (২২মে) সন্ধ্যায় জয়পুরহাট শহরের ট্রাক টার্মিনাল চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
উদ্বোধনের পর মেলার স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা।
পরে মেলার অফিসরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনসহ অনেকে ।

মাসব্যাপী এ মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, প্রসাধনী, কসমেটিকস সহ ৪০ টি দোকানে বিভিন্ন আকর্ষণীয় নিত্য-নতুন সামগ্রী পাওয়া যাবে। এছাড়াও রয়েছে শিশু-কিশোরদের আনন্দ-বিনোদন ও খেলাধুলার জন্য বিভিন্ন ব্যবস্থা।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,