সারাদেশ

জয়পুরহাটে সাংবাদিক মনোয়ারকে হামলার ঘটনায় জামিন নাকচ, মেম্বার নুরবানু জেল হাজতে

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইনের জেলা প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলার মামলায় গ্রেফতার মহিলা মেম্বার নুরবানুর জামিন নাকচ করেছেন চীফ জুডিশিয়াল আমলী আদালত-২-এর বিচারক বেগম ক্যাথরিন গমেজ। আদালত বুধবার বিকেলে তাকে হাজির করলে বিচারক জামিন আবেদন খারিজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কোর্ট পরিদর্শক মোঃ আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত ১২টা ২০ মিনিটে আয়মারসুলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে নুরবানুকে গ্রেফতার করে পুলিশ। হামলায় যুক্ত আরেক আসামি আনোয়ার মেম্বারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী মোরসালিন জানান, সাংবাদিক মনোয়ার হোসেন ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই জনপ্রতিনিধি রাগান্বিত হয়ে তার পথ রোধ করেন, গালাগালি করেন এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালান। এতে উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন।

হামলার শিকার মনোয়ার হোসেন বলেন, “সংবাদ প্রকাশের কারণে আমাকে ভয়ভীতি দেখিয়ে হামলা করা হয়েছে। এটি গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। আমি চাই, এ ঘটনার দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার হোক।”

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার মূল সূত্র ৩০ মে ২০২৫ প্রকাশিত একটি সংবাদ, যেখানে নুরবানু ও আনোয়ারের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে বিরূপতা দেখা দেয়, এবং সেই ক্ষোভের জের ধরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে পরিকল্পিতভাবে সাংবাদিক মনোয়ারের ওপর হামলা চালানো হয়।

জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম বলেন, “একজন সাংবাদিকের ওপর হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।”

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অভিযোগের ভিত্তিতে নুরবানুকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত জামিন নামঞ্জুর করেছেন। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,