জয়পুরহাটে স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার আয়োজনে জেলা পর্যায়ের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ০৭টি বিভাগে ৬০জনের বেশি কাব ও স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় শহরের জেলা স্কাউট ভবনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কমিশনার জেসমিন নাহার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিষয়ক সহকারী কমিশনার সুজন কর্মকার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলা’র সম্পাদক মাহমুদুল হাসান মুন্না এবং কাব স্কাউট ব্যাজ কোর্সের প্রশিক্ষক এএলটি মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস জয়পুরহাট জেলার জনসংযোগ ও মার্কেটিং বিভাগের সহকারী কমিশনার মো. আরমান হোসেন।
প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী কাব ও স্কাউট সদস্যরা নিজেদের দক্ষতা ও প্রতিভা তুলে ধরেন।
আয়োজকরা জানান, জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত প্রতিযোগীরা পরবর্তীতে বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। শিশু-কিশোরদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





