সারাদেশ

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

গত ০৫ আগস্ট জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব-৫। আজ মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক।
এর আগে গত রাত ১২:৫০ মিনিটে জয়পুরহাট সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩.৩ ইঞ্চি দৈর্ঘ্যর সাউন্ড গ্রেন্ড উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার সদর থানার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনার সময় অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় লাল রংয়ের টিস্যু কাপড়ের ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় ০১ (এক) টি সাদা রংয়ের NF24 Sound Greade
লেখা উদ্ধার করা হয়। ইতোপূর্বে র‌্যাব-৫ সিপিসি-৩ রাইফেল ও পিস্তলের ২১ রাউন্ড তাজা গুলি এবং ০২টি ওয়াকিটকি উদ্ধার করেছে। লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধার অব্যাহত রয়েছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক বলেন, উদ্ধারকৃত সাউন্ড গ্রেন্ডটির দৈর্ঘ্য ৩.৩ ইঞ্চি। জয়পুরহাট সদর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারে জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন তিনি ।

মোঃ জাহিদুল ইসলাম  (জাহিদ)

স্টাফ রিপোর্টার।

মোবাঃ০১৭৮৫৩৫২৫৫৮

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,