সারাদেশ

জাতীয় ইমাম পরিষদের পাইকগাছা পৌরসভা কমিটি গঠন

এম জালাল উদ্দীন:পাইকগাছা

পাইকগাছায় জাতীয় ইমাম পরিষদ পাইকগাছা পৌরসভার মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াত ইসলামি বাংলাদেশ খুলনা জেলার কর্ম পরিষদ সদস্য মাও: আমিনুল ইসলাম। জাতীয় ইমাম পরিষদ উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ হাফেজ মাওঃ আব্দুল হান্নান ওমর এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আজহার আলী, ইসলামি আন্দোলনের পাইকগাছা উপজেলা কমিটির সভাপতি মাও:আহম্মাদ আলী।

এসময়ে পৌরসভার অধিকাংশ মসজিদের ইমামদের সর্বসম্মতিক্রমে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম ও খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানী কে সভাপতি নির্বাচিত করা হয়। এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং