রাজনীতি সারাদেশ

জামালপুরে জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে মশাল মিছিল ও আধাবেলা হরতাল আহবান

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুর জেলা বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে মশাল মিছিল ও বুধবার জেলায় আধাবেলা হরতাল আহবান করেছে বিএনপির একাংশের একটি গ্রুপ।

গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে স্থানীয় বকুলতলা চত্বর থেকে মশাল মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তারা হরতাল সফল ও সম্মেলন স্থগিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় মশাল মিছিলটি শহরের মেডিকেল রোডে পৌঁছলে বোমা সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিছিলের পর শহরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সম্মেলন সফল এবং হরতাল বর্জনের দাবি জানিয়েও মিছিল করেছে।

প্রসঙ্গত,প্রায় ৯ বছর পর আগামী ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,