খেলাধুলা

জামালপুরে টি-১০ ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত 

প্রতিনিধি
জামালপুর

জামালপুরে টি-১০ ক্রিকেট লিগ-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার শহরের দেওরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টি-১০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 


টি-১০ ক্রিকেট লীগের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্রন্য রাখেন জেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি।

টুর্নামেন্টিতে ১০ টি দল অংশ গ্রহণ করে।আজ সকালে দুই দলের মধ্যে ফাইনলা খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া  সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা কেউ শান্তিমতো খেলার আয়োজন করতে পারি নাই। মাদকমুক্ত সমাজ বিনির্মানে খেলাধুলার কোন বিকল্প নেই। আমরা আমাদের ক্রিকেট টিমকে জেলা পর্যায়ে তৈরি করার লক্ষ্যে কাজ করছি৷ যেন তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে নিজেদের তৈরি করতে পারে।

এর আগে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়।।

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা