জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ০৫

রুমান শাহরিয়ার
সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে বালিবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ০৫জন নিহত ও ০১জন গুরুত্বর আহত হয়েছে।
বৃহস্পতিবার(৩০শে জানুয়ারি) উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় সন্ধ্যা ০৭টার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘাতক বালিবাহী ট্রাক পালিয়ে যায়।
এঘটনায় নিহতরা হলেন, চালক আব্দুর রাজ্জাক (৩৮), আরোহীদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নূর জাহাঙ্গীর আলম (৬০) ও আব্দুল করিম (৪০), এনাম ফকির, আরিফুল ইসলাম এবং আহত হয়েছেন এনাম ফকিরের বাবা আমজাদ ফকির।
নিহত সিএনজিচালক আব্দুর রাজ্জাক জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার জয়নাল আবেদীন এর ছেলে, মৃত মুনসফ আলীর ছেলে মোঃ নুর জাহাঙ্গীর আলম, ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার মহর উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম, জামালপুর শহরের গেইটপাড় এলাকার মেদু শেখের ছেলে আব্দুল করিম আলাল ও সরিষাবাড়ী উপজেলার আমজাদ ফকিরের ছেলে এনাম ফকির।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী সিএনজি এবং অপরদিক থেকে ঢাকাগামী একটি বালিবাহী ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ০৪জন নিহত হন। এসময় সিএনজিতে থাকা আরও গুরুতর আহত দুই আরোহীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজন নিহত হন ও অপরজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় জামালপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসময় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।