জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু
ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আজ(রবিবার)জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ সময় নির্ধারন করা হয়েছে।
এ উপলক্ষে দুপুরে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুল।
মনোনয়ন সংগ্রহ শেষে তিনি জানান, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নির্বাচনের প্রত্যাশাসহ
আশা করবো জেলার স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি করার লক্ষে আমাকে সাধারণ সম্পাদক পদে বিপুলভোটে জয়যুক্ত করবে ভোটাররা।
এদিকে নির্বাচনকে ঘিরে সদস্যদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, বেসরকারি ক্লিনিক মালিক সমিতি দেশের স্বাস্থ্যখাতে বেসরকারি উদ্যোগের মানোন্নয়ন ও সেবার মান নিশ্চিত করতে কাজ করে আসছে।।