সারাদেশ

জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে দুই ডাক্তারের মারামারি

প্রতিনিধি
জামালপুর

জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আউটসোর্সিং লোক নিয়োগকে কেন্দ্র করে কর্তব্যরত দুই ডাক্তারে ডাক্তারে মারামারি। এনিয়ে হাসপাতালজুড়ে উত্তেজনা।

আজ (সোমবার) বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শী হাসপাতালের প্যাথলজির কর্মচারীরা জানান, এই হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ ইকরামুল হক হিটলু তার চেম্বার থেকে উঠে এসে প্যাথলজি বিভাগের ডাঃ, তরিকুল ইসলাম রনির সাথে মারামারি করেছেন। এর প্রতিবাদে প্যাথলজি বিভাগের কর্মচারীরাসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরা উত্তেজিত হয়ে কাজ কর্ম বন্ধ করে দেয়।


খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পুলিশ।


এ ব্যাপারে ডাক্তার রনির কাছে ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু বলব না। যা বলার আমার কর্তৃপক্ষ বলবেন। আমার সাথে যা হয়েছে সে ব্যাপারে আমি ব্যক্তিগত ভাবে মামলা করব। তিনি এসময় সবাইকে শান্ত থেকে যার যার কর্ম চালিয়ে যেতে বলেন। তিনি আরো বলেন, আমার কারণে কোনো সাধারণ মানুষকে কষ্ট দিবেন না। হাসপাতালের সকল কাজ স্বাভাবিক থাকবে।

অপরদিকে অভিযুক্ত ডাক্তার ইকরামুল হক হিটলু তালুকদার বলেন, হাসপাতালে আউট সোর্সিংয়ে জনবল নিয়োগ নিয়ে দুর্নীতি অনিয়ম হচ্ছে। আমি ডাক্তার রনির কক্ষে গিয়ে সে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবি জানালে তিনি আমাকে বেরিয়ে যেতে বলেন। আমি তার প্রতিবাদ করলে একটু হাতাহাতি হয়েছে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোহাম্মদ আতিক বলেন,অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,