সারাদেশ

জৈবকৃষিই হোক ভরসা: সুরক্ষিত হোক কৃষিপ্রতিবেশ ও জনস্বাস্থ্য

 

ডেস্ক রিপোর্ট ;কৃষিপ্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত কয়েক দশকে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার বেড়েছে। এর ফলে একদিকে যেমন জমির উর্বরতা কমছে, তেমনি অন্যদিকে জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
এই বিষয়কে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র আয়োজনে ও দাতা সংস্থা অক্সফামের সহযোগিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী উঁচাহাটি গ্রামে ৫ গ্রামের ১৫ জন কৃষক কৃষাণীর অংশগ্রহণে জৈব বালাইনাশক ও কম্পোস্ট তৈরির এক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক ছিলেন কৃষক গবেষক সায়েদ আহমদ খান বাচ্চু ও বারসিক এর সহযোগি সমন্বয়কারী শংকর ম্রং।
প্রথমেই শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন শংকর ম্রং। তিনি বলেন,”
কৃষিপ্রতিবেশ বা এগ্রোইকোসিস্টেম হলো মাটি, পানি, বাতাস এবং সেখানে বসবাসকারী অণুজীব, উদ্ভিদ ও প্রাণীকুলের এক অবিচ্ছেদ্য বন্ধন। রাসায়নিকের ব্যবহার এই প্রাকৃতিক ভারসাম্যকে মারাত্মকভাবে বিনষ্ট করে।

রাসায়নিক সার মাটির উপকারী অণুজীব ও কেঁচো মেরে ফেলে, যা মাটিকে প্রাণহীন করে তোলে। জৈবসার যেমন— কম্পোস্ট, গোবর সার, সবুজ সার ইত্যাদি মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়ায়, যা মাটিকে উর্বর ও সজীব রাখে।”
সায়েদ আহমদ খান বাচ্চু ১০ রকম জৈব বালাইনাশক ও কম্পোস্ট তৈরির পদ্ধতি হাতে কলমে শিখিয়ে দেন।
ক্ষতিকারক পোকা দমনের নামে কৃষানি সালমা আকতার বলে, “যখন কীটনাশক ব্যবহার করা হয়, তখন উপকারী পোকা, পাখি ও অন্যান্য প্রাণীও মারা যায়। জৈব কৃষি ব্যবস্থায় উপকারী পোকা ও প্রাণীদের সংরক্ষণ করা হয়, যা প্রাকৃতিক উপায়ে ক্ষতিকারক পোকা দমন করতে সাহায্য করে।”

 

 

 

 

 

পরিবেশের ভারসাম্য রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবী গড়তে জৈবকৃষির বিকল্প নেই। এটি কেবল একটি চাষ পদ্ধতি নয়, বরং এটি একটি জীবন দর্শন যা মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করে। রাসায়নিকের মারণ থাবা থেকে কৃষিপ্রতিবেশকে বাঁচাতে এখনই জৈবকৃষি চর্চায় মনোনিবেশ করার সঠিক সময়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাঠ সহায়ক আ. রব..।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,