ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সহ একই পরিবারের নিহত ৩

সাব্বির আহমেদ ,স্টাফ রিপোর্টার (পাবনা)
পাবনার ফরিদপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকে আরোহী স্বামী-স্ত্রী ও তাদের ৮ বছরের মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন,পাবনার চাটমোহর উপজেলার চরপাড়াগ্রামের আক্কাস আলীর ছেলে মোটরসাইকেল চালক সোহেল রানা (৩০),তার স্ত্রী আওলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া খাতুন (৮)। ফরিদপুর থানা পুলিশ দূর্ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে,সোহেল রানা বাঘাবাড়ি থেকে মোটরসাইকেলে তার স্ত্রী ও মেয়েসহ চাটমোহর যাওয়ার পথে সকাল ১১টার দিকে চাটমোহর-বাঘাবাড়ি সড়কের ফরিদপুর উপজেলার চকচকিয়া নামক স্থানে পৌছিলে ফরিদপুর থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সড়কের উপর পড়ে আওলিয়া খাতুন ও মেয়ে সুমাইয়া খাতুন ঘটনাস্থলেই মারা যায়। আহত মোটরসাইকেল চালক সোহেল রানাকে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে রাজশাহীতে চিকিৎসার জন্য নেওয়ার পথে সে মারা যায়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান জানান,খবর পেয়ে পুশি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি (ঝিনাইদহ-ট,১১-০৪৪৭) আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।