ঢাকা প্রেসক্লাবে শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে বরগুনায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
বরগুনা প্রতিনিধি:
ঢাকা জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের প্রতিবাদে এবং শিক্ষকদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বরগুনার সকল বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ১০:৩০ টায় বরগুনা আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয় বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষ হয়। বরগুনা জেলার কয়েক শত শিক্ষক-কর্মচারী এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা এই হামলাকে ‘গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেন এবং দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা তাদের দীর্ঘদিনের দাবি, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫% এ উন্নীতসহ অন্যান্য ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা বলেন, শিক্ষক জাতির মেরুদণ্ড হলেও বর্তমানে তাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক মান উন্নয়ন জরুরি।
আন্দোলনকারী শিক্ষকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ন্যায্য দাবি মেনে না নেওয়া হলে এবং ঢাকা প্রেসক্লাবে হামলার সুষ্ঠু বিচার না হলে সারা দেশের সাথে বরগুনাতেও লাগাতার কর্মবিরতি ও প্রতিষ্ঠান বন্ধ করার মত কঠোর আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নেতারা সমাবেশে বক্তব্য রাখেন এবং সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে আজ দুপুর ১২:০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালায় উপলক্ষে শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে লংমার্চ অনুষ্ঠিত হবে।